দেশ

লকডাউনের ভাগ্য চূড়ান্ত শনিবার বারবেলায়

শনিবারই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা লকডাউনের সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। শনিবার ফের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক স্থির হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকেই সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গোটা দেশ না হলেও কোনও কোনও রাজ্যকে লকডাউন চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। পরিস্থিতির ওপর নজর রেখে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝুঁকি না নিয়ে চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। ২৫ মার্চ শুরু হওয়া ২১ দিনের লকডাউন আজ ১৪ দিনে পড়ল। তার মেয়াদ রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। তারপর তা ৩০ এপ্রিল পর্যন্ত করে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১৪৯। একদিনে করোনায় মৃত্যু বাড়ল ২৫। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৯৪। একদিনে দেশজুড়ে আক্রান্ত ৪০৫ জন। সুস্থ হয়েছেন ৪০২ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৮। লকডাউন তুলে নিলে সংক্রমণের বর্তমান চিত্রটা আরও খারাপ দিকে যদি মোড় নেয়, এই উদ্বেগ থেকেই কেন্দ্র ভাবছে লকডাউনের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো যায় কিনা।
লকডাউন উঠে গেলেও স্কুল–কলেজগুলি এখনই চালু হবে না। এই বিষয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও অন্তত চার সপ্তাহ বন্ধ রাখার পক্ষে সওয়াল করা হয়। এখনই খোলা হবে না ধর্ম প্রতিষ্ঠানগুলির দরজাও। বিমান পরিবহণ ধাপে ধাপে শুরু করা হলেও বন্ধ থাকবে ট্রেন, বাস মেট্রো চলাচল। শপিং মলগুলিও আরও অন্তত চার সপ্তাহ বন্ধ রাখার কথা বলা হয়েছে।