বাংলাদেশ

ফের লকডাউন বাড়ল পদ্মাপারে

বাড়ছে করোনা সংক্রমণে। তাই বাংলাদেশে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ। বর্তমান বিধিনিষেধ জারি থাকবে ৩০ মে পর্যন্ত। লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে চলবে আন্তঃজেলা বাস। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার। নয়া নিষেধাজ্ঞা রবিবার থেকেই শুরু হচ্ছে। চলবে ৩০ মে পর্যন্ত।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আন্তঃজেলা–সহ সব ধরনের গণপরিবহণ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রী–সহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরতে হবে, সবাইকে সব স্বাস্থ্যবিধি মানতে হবে।
হোটেল–রেস্তরাঁ ও খাবারের দোকানের অর্ধেক গ্রাহককে পরিষেবা দেওয়া যাবে। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশে দফায় দফায় লকডাউন চলছে। মাঝে ইদ উপলক্ষে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু তারপর ১৬ তারিখ থেকে ফের সাতদিনের কড়া লকডাউন জারি ছিল। এবার তা আরও এক সপ্তাহ বাড়ল।