ব্রেকিং নিউজ রাজ্য

আগস্ট মাস জুড়ে সাপ্তাহিক লকডাউন

রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ল। ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকবে দু’‌দিন করে সাপ্তাহিক লকডাউন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্টে প্রতি সপ্তাহে লকডাউনের তারিখও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, করোনাভাইরাসকে বাগে আনা সম্ভব হলে শিক্ষক দিবসের পর খুলতে পারে স্কুল–কলেজ।
স্বরাষ্ট্রসচিব আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে তাই সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছিলেন তিনি। প্রাথমিকভাবে ২৩ (বৃহস্পতিবার), ২৫ (শনিবার) ও ২৯ জুলাই (বুধবার)—এই তিনদিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকার কথা ঘোষণা করেছিলেন তিনি। তিনি আরও জানিয়েছিলেন, গোটা আগস্টেই লকডাউন থাকবে। তবে কবে, কবে? সেদিন সরকারের তরফে তা নির্দিষ্ট করে ঘোষণা করা হয়নি।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এই সপ্তাহে বুধবারের পর আবার রবিবার লকডাউন হবে। আগস্ট মাসে প্রতি রবিবার লকডাউন হবে রাজ্যে। তিনি তারিখ উল্লেখ করে জানিয়েছেন, আগামী রবিবারের পর ৫ আগস্ট বুধবার আবার সার্বিক লকডাউন হবে। তারপর ৮ ও ৯ আগস্ট পুরোপুরি লকডাউন হবে। তবে রাখি পূর্ণিমার জন্য লকডাউন করা যাচ্ছে না বলে জানান তিনি। তার পরিবর্তে বুধবার ৫ আগস্ট লকডাউন হবে। রাখি পূর্ণিমার পাশাপাশি বকরি ঈদ ও স্বাধীনতা দিবসকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
বুধবার ২৯ জুলাইয়ের পর রবিবার ২ আগস্ট, ৫ আগস্ট বুধবার, ৮ আগস্ট শনিবার, ৯ আগস্ট রবিবার, ১৬ আগস্ট রবিবার, ১৭ আগস্ট সোমবার, ২২ আগস্ট শনিবার, ২৩ আগস্ট রবিবার, ২৯ আগস্ট শনিবার এবং ৩০ আগস্ট রবিবার লকডাউন থাকবে। এই লকডাউনে কোনও বিমান ও ট্রেন চলবে না। আগের মতোই কন্টেইনমেন্ট জোনে কোনও ছাড় নেই। সেখানে পুরোপুরি লকডাউন থাকবে। আর সরকারি ও বেসরকারি অফিস যেমন চলছিল চলবে।