দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ একথা ঘোষণা করেছে। দুই সপ্তাহ বাড়ানোর ফলে এই লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। বর্তমান লকডাউন ৩ মে শেষ হওয়ার কথা ছিল। এই সময়কালের মধ্যে কোন রকম ছাড় মিলবে না রেড জোন এলাকাগুলিতে। বরং আরও কড়াকড়ি হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
আজ শুক্রবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত ও অন্যান্য মন্ত্রীদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মোট ১৩০টি জেলা, যার মধ্যে পশ্চিমবঙ্গের ১০টি জেলা রেড জোনের আওতায় আছে। এই এলাকাগুলিতে কোন রকম ছাড় দেওয়া হবে না। কলেজ, স্কুল,ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন বন্ধ থাকবে তেমনি রেল, বিমান চলাচলও বন্ধ থাকবে। হোটেল, রেস্তোরাঁও খোলা যাবে না এই এলাকাগুলিতে। তবে প্রশাসনের কর্তা ব্যাক্তিরা ও বিশিষ্ঠ ডাক্তাররাও মনে করছেন ১৭ তারিখও হয়তো সব জায়গায় লকডাউন তোলা সম্ভব হবে না। এটা নির্ভর করবে মানুষের সচেতনতার উপর।