টুকরো খবর ব্রেকিং নিউজ রাজ্য

অয়নের আরও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রোমোটার অয়ন শীল গ্রেফতার হতেই ইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এমনকী অভিযুক্ত এই প্রোমোটার অয়ন শীলের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক লকারেরও সন্ধান পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এবার অয়ন শীলের আরও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল ইডি। সবমিলিয়ে এখনও পর্যন্ত অয়ন শীলের ৪২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। কার্যত সেকারণেই এবার আয়কর দফতর থেকে অয়ন সহ পরিবারের সব সদস্যদের গত ৫ বছরের আয়কর রিটার্নের নথি পেশ করতে বলা হয়েছে। সূত্রের খবর, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলির মধ্যে বেশ কয়েকটি রয়েছে অয়ন শীল,তাঁর স্ত্রী কাকলি শীল ও কোম্পানির নামে।