জেলা ব্রেকিং নিউজ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ, ছবি তুলতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা এলাকার বেশ কিছু মানুষ আবাস যোজনায় চূড়ান্ত লিস্টে নাম না থাকায় ভুরকুন্ডা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বামনডাঙ্গার বাসিন্দা হাবিবুর মন্ডলের চার মাস আগে আগুনে ঘর পুড়ে যায়। অভিযোগ, আবাস যোজনার লিস্টে তার নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে কেটে বাদ দেওয়া হয়েছে। সেকারণে স্থানীয় তৃণমূল নেতা সনাতন মন্ডলের দিকে অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের সামনে মঙ্গলবার বিকেলে বেশ কিছু স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন।

ওই সময় স্থানীয় বিজেপি নেতা দিলীপ বৈদ্য ভিডিওগ্রাফি করছিলেন। ঠিক সেই সময়ই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিজেপি নেতা দিলীপ বৈদ্যের উপর চড়াও হয়ে মারধর করে নাক ফাটিয়ে দেয় এমনটাই অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। এরপর পুলিশ আহত বিজেপি নেতা দিলীপ বৈদ্যকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এখনও ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

তবে মারধরের ঘটনায় তৃণমূল পুরোপুরি অস্বীকার করে দাবি করে, সাধারণ মানুষই মারধর করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যদিও বিজেপির দাবি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতি এড়াতেই যেখানে যেমন পারছে সেখানে ঠিক তেমনভাবেই মারধর চালাচ্ছে বিজেপি কর্মীদের ওপর। এমনকি সাধারণ মানুষের ওপরেও পড়ছে জনরোশ -এমনটাই দাবি করছেন বিজেপি নেতারা।