ব্রেকিং নিউজ রাজ্য

অবশেষে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন

অবশেষে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে নবান্ন। আগামী রবিবার থেকে মিলবে পরিষেবা। কোভিডবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। কিন্তু রেল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল রাজ্যের তরফে কোনও চিঠি পায়নি।
করোনা সংক্রমণ রুখতে বেশ কয়েক মাস ধরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। তাতে বিপাকে পড়েন হাজার হাজার অফিসযাত্রী। ক্ষুব্ধ হয়ে বহু জায়গাতেই অবরোধ-বিক্ষোভে শামিল হন বহু মানুষ। করোনা  সংক্রমণের ঝুঁকি থাকায় কোনওভাবেই লোকাল ট্রেন চালানো সম্ভব নয় জানিয়ে দেওয়া হয় নবান্নের তরফে।
অফিস যাত্রিদের সুবিধার জন্য ‘স্টাফ স্পেশ্যাল’ চালু করা হয়। তবে বর্তমানে চলছে ‘পেট্রল স্পেশ্যাল’। তাই লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তে স্বভাবতই খুশি সাধারণ মানুষ সহ নিত্যযাত্রীরা।