দেশ ব্রেকিং নিউজ

এবার চালু হল লোকাল ট্রেন

সোমবার মুম্বইতে চালু হল লোকাল ট্রেন। তবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরাই পাবেন ট্রেনে ওঠার অনুমতি। ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে টুইট করে এই কথা জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে স্টেশন চত্বরে ভিড় না করেন তার নির্দেশও দেওয়া হয়েছে। প্রায় আড়াই মাস বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল। অবশেষে সোমবার সকালে চাকা গড়াল মুম্বইয়ের লাইফলাইন, লোকাল ট্রেনের। ভোর সাড়ে পাঁচটায় প্রথম ট্রেনটি ছাড়ে।
রেল সূত্রে খবর, সোমবার সকালেই ভিরার থেকে চার্চগেট পর্যন্ত প্রথম ট্রেনটি চলেছে। সকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। অধিকাংশ ট্রেনই ভিরার থেকে চার্চগেট পর্যন্ত চলবে। তবে কয়েকটি ট্রেন দাহানু রোড পর্যন্ত যাবে। সাধারণ মানুষের জন্য ট্রেনে ওঠায় এখনও নিষেধাজ্ঞা রয়েছে। আইডি কার্ড দেখিয়ে যাত্রীদের প্রমাণ করতে হবে যে তারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। পশ্চিম রেলকর্তাদের মতে, দিনে ১ লক্ষ ২৫ যাত্রী এই ট্রেনে যাতায়াত করবেন। তবে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য এক একটি ট্রেনে সাতশোর বেশি যাত্রী উঠতে পারবেন না। সাধারণত, একটি ট্রেনে যাত্রীক্ষমতা ১২০০।
উল্লেখ্য, দেশ ধীরে ধীরে আনলক–১ এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু করোনার বাড়বাড়ন্ত রোখা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৬৮। তবে গত দু’ সপ্তাহের প্রবণতা দেখে স্বাস্থ্যকর্তাদের মনে হয়েছে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে মুম্বইয়ের সংক্রমণ। কারণ রোগীবৃদ্ধির হার কমেছে অনেকটাই।