রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তরিত করা এবং থার্ড লাইন (Third Line) সম্প্রসারণের জন্য বেশ ২৭ মে থেকে ২৯ মে সম্পুর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। যার ফলে বাতিল হচ্ছে অগণিত লোকাল ট্রেন। গত সপ্তাহ দুয়েক ধরে ব্যান্ডেল স্টেশনে কাজ চললেও এতদিন অল্প সময়ই বন্ধ থাকছিল রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আগামীকাল থেকে ৭২ ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে এই স্টেশন। গত সপ্তাহেই এই সংক্রান্ত নোটিশ জারি করেছিল পূর্ব রেল।
পূর্ব রেলের দেওয়া নোটিশ অনুযায়ী,২৭ মে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১টা ৩৩, দুপুর ১২টা ৩০ এবং বেলা ১২টা ১০ মিনিটে। বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে ছাড়বে। কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য শেষ ইএমইউ লোকাল সকাল ১১টা ১০ মিনিটে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে। ব্যান্ডেল থেকে কাটোয়া ও নৈহাটির জন্য লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে। হাওড়া ও মেমারির মধ্যে চারটি ইএমইউ লোকাল, শিয়ালদহ-বর্ধমান এবং শিয়ালদহ-কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল বাতিল। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।
২৮ ও ২৯ মে ব্যান্ডেলে সমস্ত সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। আবার ৩০ তারিখ সোমবার থেকে সমস্ত শাখার করলেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। ব্যান্ডেলের মতন ব্যস্ত একটি স্টেশন এই দীর্ঘ সময় বন্ধ থাকায় যে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হতে চলেছে যাত্রীদের তা বলাও বাহুল্য।