এক সপ্তাহের জন্য বাতিল হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। জানা গিয়েছে, সিঙ্গুর ও নালিকূলের মধ্যে পাওয়ার ট্রাফিক ব্লকের কাজের জন্য ওই ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে হাওড়া তারকেশ্বর লাইনের আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন।
•এক নজরে দেখে নিন হাওড়া তারকেশ্বর লাইনে কোন কোন ট্রেন বাতিল:
৩৭৩০৭ আপ হরিপাল লোকাল-সকাল ৬টা ৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই ট্রেন।
৩৭৩১৯ আপ তারকেশ্বর লোকাল-হাওড়া থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছাড়ে এই ট্রেন।
৩৭৩২৭ আপ তারকেশ্বর লোকাল-বেলা ১টা ৩৮ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যায় এই ট্রেন।
৩৭৩০৫ আপ সিঙ্গুর লোকাল-সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হাওড়া ছাড়ে এই লোকাল ট্রেন।
৩৭৩৪৩ আপ তারকেশ্বর লোকাল-রাত ৮টা ৫ মিনিটে এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে এই ট্রেন।
পাশাপাশি ৩৭৩০৮ ডাউন হরিপাল-হাওড়া লোকাল ও বাতিল থাকবে আগামী ৭ দিন। হরিপাল থেকে সকাল সাড়ে ৮টায় ছাড়া এই ট্রেন।
পাশাপাশি আগামী সাত দিন পাঁচটি তারকেশ্বর-হাওড়া লোকালও বন্ধ থাকবে। ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬ ডাউন তারকেশ্বর লোকাল বাতিল থাকবে।
অন্যদিকে, সকাল ৫টা ১৫ মিনিট এবং সকাল ৮টা ২৫ মিনিটের শেওড়াফুলি- তারকেশ্বর লোকালও বন্ধ থাকবে আগামী সাত দিন। রাত ৯টা ৫ মিনিটের সিঙ্গুর-হাওড়া ডাউন লোকালও বন্ধ থাকবে ৯ অক্টোবর পর্যন্ত।