দেশ লিড নিউজ

১৫ আগস্ট থেকে চালু হচ্ছে মুম্বইয়ের লোকাল ট্রেন

করোনার বিরুদ্ধে বিস্তর লড়াই হয়েছে। অবশেষে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বাণিজ্য নগরী। রাজ্যের লাইফ লাইন লোকাল ট্রেন চালু হচ্ছে। রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘোষণা করেছেন, ১৫ আগস্ট থেকেই লোকাল ট্রেন চলবে সে মুম্বইয়ে। তবে অতিমারি পরিস্থিতিতে ট্রেনে ওঠার ক্ষেত্রে একটি শর্ত রেখেছে মহা-সরকার। ট্রেনে উঠতে গেলে নিতে হবে টিকা।

এদিন এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘‌আমরা এবার বিধি নিষেধে বেশ কিছু ছাড় দিতে চলেছি। তবে পরিস্থিতি তেমন হলে আবারও লকডাউন করতে হবে। আপনাদের সকলের কাছে আবেদন, দয়া করে করোনার নতুন ঢেউকে ডাকবেন না।’‌ লোকাল ট্রেন চলাচল নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে জানান, ১৫ আগস্ট থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তবে তাঁরাই ট্রেনে ওঠার অনুমতি পাবেন, যাঁদের কোভিড টিকার দুই ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে। অ্যাপ কিংবা অফিস থেকে পাস নিতে হবে এর জন্য। আমরা বিশেষ অ্যাপও লঞ্চ করছি।

প্রথম ঢেউয়ের পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়েও নাকানি–চোবানি খেয়েছে সে রাজ্য। তবে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই এগিয়ে যেতে সাহায্য করে বলেই বিশ্বাস করেন শিবসেনা প্রধান। এদিন উদ্ধব ঠাকরে জানান, তাঁদের সরকার বিশেষ যে অ্যাপটি আনতে চলেছে সেখানে প্রত্যেক ট্রেন যাত্রীকে নিজের টিকাকরণের দিনক্ষণ আপডেট করতে হবে। জানাতে হবে কবে শেষ ডোজ নিয়েছেন। দেখাতে হবে শংসাপত্র। এরপরই মিলবে ট্রেনে চড়ার পাস।