মেট্রো রেল চালু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। লোকাল ট্রেন কবে চালু হবে? এই প্রশ্ন এখন মানুষ জানতে চায়। কারণ এখনও অনেকে আটকে আছেন। যাঁরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি। আবার অনেকে অফিসমুখো হতে চান। তাই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
করোনা লকডাউনের জেরে গত ২২ মার্চ থেকে মুম্বইয়ে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। নভেম্বর মাসের আগে তা শুরু হবে না বলেই সূত্রের খবর। আর পশ্চিমবঙ্গ সরকার রেল বোর্ডকে চিঠি দিলেও রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে (এমএমআর) বর্তমানে নির্দিষ্ট শ্রেণির যাত্রীদের জন্য স্থানীয় স্তরে পরিষেবা চালু রয়েছে। সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য আবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরিবহণে ওই পরিষেবা চালু রয়েছে। কিন্তু সবার জন্য রেল পরিষেবা খুলে দেওয়া যায়নি।
তবে মহারাষ্ট্রে যে হার নতুন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুতরাং এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু করার সম্ভাবনা নেই বলেও জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। উল্লেখ্য, দেশজুড়ে আনলক ৪ পর্যায় শুরু হওয়ার আগেই গত আগস্ট মাস থেকেই এই ব্যাপারে তৎপরতা দেখিয়েছে রাজ্য সরকার। গত ২৮ আগস্ট রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালু করার অনুরোধ জানানো হয়।