ব্রেকিং নিউজ রাজ্য

ফের বাতিল লোকাল ট্রেন

ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদা শাখায়। বাতিল লোকাল ট্রেন। বারাসত-হাসনাবাদ সেকশনের সোন্দালিয়া এবং লাবুতলা স্টেশনের মধ্যে ডাবল লাইনের কাজ চলছে। আর সে কারণেই শনি ও রবিবার ৯ ঘণ্টার জন্য ব্যাহত হতে চলেছে শিয়ালদা-হাসনাবাদ শাখার লোকাল ট্রেন পরিষেবা।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপ ৩৩৪২৩ এবং ৩৩৩২৫ বারাসত – হাসনাবাদ লোকাল এবং ৩৩৫৩৩ শিয়ালদহ – হাসনাবাদ লোকাল বাতিল থাকছে শনিবার। একইসঙ্গে ডাউন ৩৩৫৩৮ হাসনাবাদ – শিয়ালদহ লোকাল এবং ৩৩৩১৮ ও ৩৪৪২০ হাসনাবাদ–বারাসাত লোকাল বাতিল থাকছে একই দিনে।

পাশাপাশি আপ ৩৩৩১১ এবং ৩৩৩১৩ বারাসত-হাসনাবাদ লোকাল এবং ৩৩৫১৭ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিল থাকছে রবিবার। বাতিল থাকছে ডাউন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ হাসনাবাদ – শিয়ালদহ লোকাল এবং ৩৪৪১২ হাসনাবাদ – বারাসাত লোকাল। একইসঙ্গে ২৬ তারিখ রবিবার ৩৩৫১১ শিয়ালদহ – হাসনাবাদ লোকাল হাসনাবাদের পরিবর্তে বারাসতে পর্যন্ত চলবে। পাশাপাশি ৪০৩২২ হাসনাবাদ-বিবিডি বাগ লোকালটি হাসনাবাদের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে।

বারাসাত–হাসনাবাদ শাখায় ৪০টি লোকালের মধ্যে বাতিল থাকছে ১২টি লোকাল। যার জেরে সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ৩৩৫১৬ হাসনাবাদ–শিয়ালদহ লোকাল রবিবার সকাল ৬.৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ওইদিন ৭টা ৫ মিনিটে ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।