দেশ ব্রেকিং নিউজ

জোটে ভাঙন, একা লড়বে এলজেপি

ভেঙেই গেল বিজেপি–জেডিইউ–এলজেপি জোট। বিহার বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার ব্যাপারে জোটের দুই প্রধান শরিক বিজেপি এবং জেডিইউ ৫০:‌৫০ ফর্মুলায় আসনরফা করে নেওয়ার পর রবিবার শরিক এলজেপি জানিয়ে দিল, তারা নীতীশ কুমারের নেতৃত্ব আসন্ন বিধানসভা ভোটে লড়বে না। দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক হয় জেডিইউ’‌র। সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ ও বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। সেখানেই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়ে যায়।
লোকজন শক্তি পার্টি (এলজেপি) প্রধান রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ এবং দলের নেতৃত্ব বৈঠকে বসেন। সেখানেই স্থির হয়, কেন্দ্রে বিজেপি’‌র সঙ্গে সম্পর্ক অবিচ্ছিন্ন থাকলেও রাজ্যে তারা নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোটে থাকবে না। এলজেপি’‌র জাতীয় সাধারণ সম্পাদক আবদুল খালিক বলেন, ‘‌আসন্ন বিধানসভা ভোটে জেডিইউ’‌র সঙ্গে জোট করে লড়বে না এলজেপি। কারণ, দুই দলের মতাদর্শগত ফারাক রয়েছে।’‌
আগামী ২৮ অক্টোবর বিহারের প্রথম দফার নির্বাচন। পরবর্তী দু’‌দফা হবে ৩ ও ৭ নভেম্বর। সূত্রের খবর, জেডিইউ লড়াই করবে ১২৪ আসনে ও বিজেপি লড়বে ১১৯ আসনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতনরাম মাঝিকে জেডিইউয়ের কোটা থেকে কিছু আসন দেওয়া হবে। আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস ও আরজেডি। আসন ভাগাভাগির বিষয়টি মহাজোটের তরফে ঘোষণা করে দেওয়া হয়। ঠিক হয়েছে, ১৪৪ আসনে লড়াই করবে আরজেডি, ৭০ আসনে লড়বে কংগ্রেস, বামেরা লড়বে ২৯ আসনে।
দলের মুখপাত্র জানান, দলের সমস্ত কর্মীরা চিরাগ পাসওয়ানের সঙ্গে রয়েছেন। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। আমরা বিজেপি’‌র সঙ্গে থাকব। দিল্লিতে বৈঠক চলাকালীন জানা যায়, বিজেপি’‌র বিরোধিতা না করলেও এলজেপি আসন্ন ভোটে একা লড়তে পারে। নির্দিষ্ট আসনে তারা প্রার্থী তালিকাও ঘোষণা করতে পারে।