দেশ লিড নিউজ

Lived Together: লিভ-টুগেদারকে আইনি স্বীকৃতি, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত নয় সন্তানকে

লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতিদের নিয়ে বিশেষ রায় সুপ্রিম কোর্টের। ‘লিভ টুগেদার’ করছেন এমন কোনও যুগলের সন্তান হলে, তাকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

লিভ-টুগেদারকে এবার আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছে, ”বহু বছর ধরে যদি কোনও পুরুষ ও মহিলা স্বামী-স্ত্রীর মতো লিভ টুগেদার করেন, তাহলে তাঁরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বলে ধরে নেওয়া হবে।” মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শীর্ষ আদালত জানিয়েছে, দীর্ঘদিন একসঙ্গে থাকা এই সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের অধিকার থাকবে এবং বাবা-মা বিয়ে করেননি বলে তার অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না।

যদিও বিয়ের প্রমাণের অভাবে জন্ম নেওয়া সন্তানকে পৈতৃক সম্পত্তির অধিকার দেওয়া যাবে না বলে এর আগেই রায় দিয়েছিল কেরালা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে খারিজ করে দেয় শীর্ষ আদালত। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল, আইন বিবাহের পক্ষে এবং তা উপপত্নীর বিরুদ্ধে। সেই রায় এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।