আপাতত খুলছে না মদের দোকান। শপিং মলের মতোই সেলুন এবং মদের দোকান বন্ধের নির্দেশও যে বহাল থাকছে, তা স্পষ্ট করল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদসংস্থা এএনআই–কে এক সাক্ষাৎকারে এই নির্দেশের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পি এস শ্রীবাস্তব। এমনকী বন্ধ থাকবে রেস্তোরাঁ, সেলুনও। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানান, ‘সেলুন এবং মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। নির্দেশে শুধুমাত্র ছোট পণ্য বিক্রেতাদের জন্য প্রযোজ্য। লকডাউন চলাকালীন সেলুন এবং মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি।’
৩ মে পর্যন্ত লকডাউন দেশজুড়ে। ২০ এপ্রিল থেকে লকডাউনের বিধিনিষেধ খানিকটা শিথিল করেছিল কেন্দ্রীয় সরকার। শনিবার আরও খানিকটা শিথিল করা হয়। এবার পাড়ার দোকানগুলিকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। মদের দোকান ও সেলুন যে খুলছে না তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিক। তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে শপিংমলগুলি বাদে সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। শহরাঞ্চলে সংক্রমিত এলাকা ব্যতীত সমস্ত ছোট দোকান, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং মার্কেট কমপ্লেসের দোকানগুলি খোলার অনুমতি রয়েছে। তবে শপিং মল খোলার কোন অনুমতি নেই।’
কেন্দ্রীয় নির্দেশিকায় মদের অনলাইন ডেলিভারির আশাও বাতিল হয়ে গিয়েছে। একইভাবে তামাক জাতীয় দ্রব্যের বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি থাকছে। শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যই সরবরাহ করতে পারবে অনলাইন সংস্থাগুলি। শুধুমাত্র সংক্রমিত নয় এমন এলাকাগুলিতেই শনিবার থেকে এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। যে সব দোকান শপ্স অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনে নথিভুক্ত, সেগুলি খোলা যাবে।