বিধানসভা নির্বাচনের জন্য পার্ক স্ট্রিট এলাকায় মদের দোকান ও বার টানা পাঁচ দিন বন্ধ থাকবে বলে খবর। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দপ্তর। পার্ক স্ট্রিটের মতো টানা পাঁচদিন না হলেও ধর্মতলা, চাঁদনি চক, ভবানীপুর, বাইপাস সংলগ্ন মানিকতলা এলাকায় মদের দোকান ও বার দু’দফায় দু’দিন করে মোট চারদিন বন্ধ থাকবে এই মাসে। তালিকায় রয়েছে মধ্য কলকাতা ও বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলগুলির পানশালাও।
আবগারি দপ্তর সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রে যে দিন ভোট, সেই কেন্দ্রের সমস্ত মদের দোকান ও বার ছাড়াও সংলগ্ন কেন্দ্রের দোকান এবং বার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই হিসেবে আগামী শনিবার কলকাতায় নির্বাচন না থাকলেও হাওড়া শহরে ভোট রয়েছে। তাই হাওড়া সংলগ্ন কলকাতার চৌরঙ্গি, বটতলার মতো বিধানসভা কেন্দ্রের সমস্ত বার ও মদের দোকান বৃহস্পতিবার বিকেল চারটের পর বন্ধ থাকবে। ঝাঁপ বন্ধই থাকবে শনিবার সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত। আবার, চৌরঙ্গিতে ২৯ এপ্রিল ভোট থাকায় ২৭ তারিখ বিকেল চারটেয় বন্ধ হয়ে যাবে ধর্মতলা এলাকার সমস্ত বার ও মদের দোকান।
এখন পর্যন্ত সমস্ত নির্বাচনেই যে বিধানসভা কেন্দ্রে যেদিন ভোট, তার দু’দিন আগে থেকে শুধুমাত্র সেখানকার বার ও মদের দোকান বন্ধ থাকত। সরকারের এই নির্দেশিকায় মাথায় হাত পড়েছে বার–কাম–রেস্তোরাঁ মালিকদের। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় দু’তিন সপ্তাহ ধরে তাঁদের বিক্রি কমেছে। তাই পানশালা বন্ধ রেখে শুধুমাত্র রেস্তোরাঁ খুলে রেখে বিকিকিনি কতটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
