ব্রেকিং নিউজ রাজ্য

Liquor Shopping Mall : পূর্ব-ভারতের প্রথম মদের শপিংমল তৈরি হচ্ছে কলকাতায়

এবার রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে মদ কেনার দিন শেষ হতে চলেছে কলকাতাবাসীর। ঝাঁ চকচকে শপিং মলে এসির ঠান্ডা হাওয়ায় খেতে খেতে নিজের পছন্দ অনুযায়ী মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা। শুধু মদ কেনাই নয়, ওই শপিং মলে সুরাপানের ব্যবস্থাও থাকবে। জানা গিয়েছে,খাস কলকাতার এজেসি বোস রোডের উপরে হতে পারে পূর্বভারতের প্রথম মদের শপিংমল।

তাই শপিং মলে মদের আলাদা কোনও ডিপার্টমেন্টাল স্টোর নয়, এবার একটা গোটা শপিংমলেই বিক্রি হবে বিভিন্ন ব্র্যান্ডের মদ। একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ব্র্যান্ডের মদ। শপিংমল ঘুরে পছন্দসই ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পাবেন সুরাপ্রেমীরা। ইচ্ছে হলে মনোরম পরিবেশে মলে বসে সুরাপানও করা যাবে। ইতিমধ্যেই এই এক্সক্লুসিভ শপিং মল খোলার প্রস্তুতি শুরু করেছে একটি বেসরকারি সংস্থা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। তবে মদ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও অবশ্যই বজায় থাকবে।

আবগারি দফতরের আধিকারিকদের দাবি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকমই একটি মদের শপিং মল রয়েছে। এবার কলকাতার বুকে প্রথম এই ধরনের মলের কথা ভাবা হচ্ছে।