ব্রেকিং নিউজ রাজ্য

পাঁচদিন কলকাতায় বন্ধ মদের দোকান

আগামী সপ্তাহে টানা পাঁচদিন পার্কস্ট্রিট–সহ কার্যত কলকাতার সর্বত্রই বন্ধ থাকবে মদের দোকান ও বার। চলতি মাসের ২৮ থেকে ৩০ তারিখ আর ১ অক্টোবর ও ৩ অক্টোবর মদ পাওয়া যাবে না। মাথায় হাত শহরের সুরাপ্রেমীদের।

ভবানীপুরে উপনির্বাচন। ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আবার সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। নির্বাচন কমিশনের নিয়ম, ভোটের ৪৮ ঘণ্টার আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় মদের দোকান ও বার বন্ধ রাখতে হবে।

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা থেকে ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধে ৭টা পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে পার্কস্ট্রিট-সহ শহরের বিভিন্ন প্রান্তে। এরপর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী আর ৩ অক্টোবর ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণা।

১ অক্টোবর কলকাতায় খোলা থাকবে মদের দোকান ও বার। সেদিন ভিড় উপচে পড়তে পারে মনে করা হচ্ছে। সরকারের এই নির্দেশিকা মদের ব্যবসা বড় ধাক্কা বলে মনে করছেন পূর্ব ভারতের হোটেল ও রেষ্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেশ পোদ্দার। তাঁর কথায়, ‘‌নিয়ম মানতেই হবে, কিছু করার নেই।’‌