খেলাধুলা ব্রেকিং নিউজ

বার্সেলোনা ছাড়ছেন মেসি, কিন্তু যাবেন কোথায়?

একমাস আগেও অর্ধেক পারিশ্রমিকে বার্সেমাত্রলোনা ক্লাবেই থেকে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। ফলে কাতালান ক্লাবে শুরু হয়ে গিয়েছিল উৎসবও। কিন্তু হঠাৎই ছন্দপতন, বার্সেলোনা জানিয়ে দিল মেসিকে তাঁরা সই করাতে পারছে না। ফলে দীর্ঘ ২১ বছরের সম্পর্কে ইতি অবশ্যম্ভাবী। এই সময়কালে লিওনেল মেসি আর বার্সেলোনা ক্লাব যেন সমার্থক শব্দ হয়ে উঠেছিল। এই ২১ বছরে মেসি বার্সেলোনাকে ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। মোট ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল করেছেন, আর গোল করিয়েছেন অসংখ্য। ফলে বিশ্বের প্রায় অর্ধেক ফুটবলপ্রেমী আজ বার্সার সমর্থক শুধু মেসির জন্য। সেই মেসিই কিনা ছাড়ছেন ক্লাব? যা কার্যত মেনে নিতে পারছেন না বেশিরভাগ ফুটবল অনুরাগী। কিন্তু কেন হটাৎ পাল্টে গেল পরিস্থিতি? ফুটবল পন্ডিতেরা বলছেন সমস্যা অনেক গভীরে।

 

মাত্র ৯৯ শব্দের একটা বিবৃতি দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তাতেই সম্পর্কে ইতি টানার কথা লেখা হয়েছে, আর কেন ছাড়তে হচ্ছে মেসিকে তাও বলা হয়েছে। বার্সেলোনা ওই বিবৃতিতে জানিয়েছে, স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী তাদের পক্ষে মেসিকে সই করানো সম্ভব হয়নি কারণ স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছেন, প্রতিটি ক্লাবকে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে তাদের ফুটবলারদের বেতন দিতে হবে। কাউকে আকাশ ছোঁয়া পারিশ্রমিক দেওয়া যাবে না। তাই লিও মেসি অর্ধেক বেতনে খেলতে রাজি হলেও এই নিয়মের কারণে তাঁকে সই করানো সম্ভব হয়নি বলেই দাবি করেছে বার্সেলোনা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাঁদের পাল্টা যুক্তি, তাহলে পাঁচ কোটি ডলার খরচ করে মেমফিস ডিপে, সের্জিয়ো আগুয়েরো এবং এমার্সনকে দলে নেওয়া হল? যেখানে ক্লাব বিপুল দেনায় ডুবে, সেখানে মেসিকে সই করানোর আগেই এই তিনজনের জন্য এত টাকা খরচ করে ফেলল কেন কাতালান ক্লাব? প্রশ্ন তুলছেন ফুটবল বিশেষজ্ঞরা।

 

তাঁদের বক্তব্য, স্প্যানিশ ফুটবলে এই নিয়ম আগে থেকেই ছিল, সেটা জানাও ছিল বার্সেলোনা কর্তৃপক্ষের। তবুও কেন মেসির বদলে টাকা বিনিয়োগ করা হল তিন ফুটবলারের উপর। তবে কি মেসির প্রতি আগ্রহ আগেই হারিয়েছিল বার্সেলোনা? উত্তর অজানা হলেও, অনেকটা পরিস্কার।

 

এখন প্রশ্ন, মেসি কোন ক্লাবে সই করবেন? এর আগেও জল্পনা হচ্ছিল মেসি হয়তো প্যারিস সাঁ জাঁ বা ম্যানচেস্টার সিটি ক্লাবে সই করতে পারেন। এই দুই ক্লাব এই দুর্দিনেও বিপুল টাকার অফার দিয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলারকে। তখন মেসিকে নিতে হলে দিতে হত বিশাল অঙ্কের ট্রান্সফার ফি, কিন্তু এখন মেসি ফ্রি প্লেয়ার। ফলে মেসিকে পারিশ্রমিকের বাইরে আর কোনও খরচ করতে হবে না কোনও ক্লাবকে। তাই খুব শীঘ্রই লিও মেসিকে অন্য কোনও ক্লাবের জার্সিতে দেখা যাবে।