এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয় হল লিওনেল মেসি। আগেই জানা গিয়েছে তিনি বার্সেলোনা ছাড়ছেন। তবে এবার কোন ক্লাবে সই করছেন ফুটবলের রাজপুত্র? জল্পনা কল্পনার যেন শেষ নেই। তবে আন্তর্জাতিক মহলের বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি প্যারিসেই যাচ্ছেন। দুই বছরের জন্য সই করতে পারেন প্যারিস সাঁ জাঁ (PSG) ক্লাবে। সেক্ষেত্রে ফের একসাথে খেলতে দেখা যাবে মেসি-নেইমার জুটিকে।
পিএসজি-র মালিক আল-খেলাপির এক আত্মীয় কার্যত এই চুক্তির কথা নিশ্চিত করে দিয়েছেন। গতকাল রাতে এক টুইটে তিনি নিশ্চিত করে দেন, মেসির সঙ্গে পিএসজি-র চুক্তি পাকা হয়ে গিয়েছে। যদিও, পরে ক্লাবের তরফে তা অস্বীকার করা হয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র দাবি করেছে মেসি প্যারিসের ক্লাবেই সই করতে চলেছেন।
উল্লেখ্য গত বছরই মেসিকে দলে নিতে ঝাঁপিয়েছিল পিএসজি। কিন্তু বার্সার সঙ্গে চুক্তি অন্তরায় হয়ে দাঁড়ায়। এখন মেসি ফ্রি প্লেয়ার, তাই নতুন চুক্তি হতে বাধা নেই। তবে দৌঁড়ে আছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিও। তবে মেসির প্যারিস সাঁ জাঁ ক্লাবে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ওই ক্লাবেই খেলে ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র। রয়েছেন আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়া। দুজনের সঙ্গেই মেসির সম্পর্ক খুব ভালো।