ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যূত আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। বহু যাত্রী আহত। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রথমে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নামে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল।
শুক্রবার বিকেল ৩টে ২০ নাগাদ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে শালিমার স্টেশন থেকে। বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে গোটা ট্রেনটি রেলট্র্যাকের উপর হেলে পড়ে। কয়েকটি কামরা উঠে গিয়েছে মালগাড়ির উপর। তবে এই দুর্ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।