বাঁকুড়ার বড়জোড়ায় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম বুধন বাউরী বয়স চল্লিশ। শনিবার সাতসকালেই ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিণা গাড়া গ্রামে। বুধন ও তাঁর স্ত্রী চাষের কাজের জন্য মাঠে গিয়েছিলেন। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে বড়জোড়া সুপারস্পেস্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি। তিনি ওই পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারিভাবে পরিবারটি যাতে ক্ষতিপূরণ পান সে বিষয়েও আশ্বাস দেন।
বিশেষ সংবাদদাতা: মলয় সিংহ, বাঁকুড়া
You must be logged in to post a comment.