Friday, Prime Minister said for the purpose of nation that light the candle at 9pm, Sunday, to announce social distancing.
লিড নিউজ

মোমবাতি জ্বালান,বার্তা প্রধানমন্ত্রীর

জনতা কার্ফু–লকডাউন এবার আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যখন ভিডিও বার্তা দেওয়ার কথা বলেছিলেন, তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল আবার কী বলবেন তিনি। লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলবেন?‌ কিন্তু শুক্রবার তা বলেননি প্রধানমন্ত্রী। উলটে বলেন, ‘‌মোমবাতি জ্বালিয়ে সোশ্যাল ডিসট্যানসিং মেনে চলুন।’‌
শুক্রবার সকাল ৯টায় পোস্ট করা ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, ‌রবিবার রাত ৯টায় কিছুক্ষণের জন্য বাড়ির আলো নিভিয়ে দিন। বারান্দায় মোমবাতি জ্বালিয়ে সহমর্মিতা দেখান। করোনার অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে আমাদের। ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিট ধরে ঘরের সব আলো নিভিয়ে বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, মোবাইলের আলো জ্বালান।‌
তিনি আরও বলেন, ‘‌কেউ রাস্তায় বেরবেন না। করোনাকে প্রতিহত করার একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা।’‌ উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জনতা কার্ফুর দিন বিকেল পাঁচটায় থালা–বাসন বাজিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রতি সহমর্মিতা ঘোষণার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
এদিনও তিনি পরামর্শ দিয়ে দেশবাসীকে জানান, ‌৫ এপ্রিল মহাশক্তি প্রকাশের দিন। আমাদের সকলকে মহাশক্তি প্রকাশ করতে হবে। তাই ৫ এপ্রিল মাত্র ৯ মিনিট আমাকে দিন। ঘরের বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে মোমবাতি জ্বালান। মোমবাতি, টর্চের আলো, মোবাইলের আলো জ্বালান। করোনা মোকাবিলায় ভারত বিশ্বে নজির সৃষ্টি করেছে।