আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি-বাদলে ছেয়ে থাকবে দক্ষিণবঙ্গ, বৃষ্টিপাত কমবেশি পশ্চিমবঙ্গের সবজেলা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কী বলছে আবহাওয়া দফতর? আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার তবে বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে। নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে বাংলা-ওড়িশা উপকূলে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বাংলা-ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার এলাকাগত অবস্থানের কারণে।
বৃহস্পতিবারের পরে শুক্রবার পর্যন্ত বৃষ্টির ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জীবন সামান্য হলেও ব্যাহত হওয়ার সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের দিকের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি,শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টি ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার ভারী এবং শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশ কিছু জেলায়। সারা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ভারী থেকে দার্জিলিং, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ। শুক্রবারে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলার বেশ কিছু স্থানে।।