আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

তীব্র গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত, বৃষ্টি কবে?

তাপমাত্রার পারদ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে।

সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। সেক্ষেত্রে বুধবার পর্যন্ত থাকছে তাপপ্রবাহের পরিস্থিতি।

বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। এদিকে, বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের একাধিকে জেলা। পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবারও তেমনভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় থাকতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যজুড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে মঙ্গলবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। তবে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।