আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

প্রবল ঝড়ে-বন্যায় বিধ্বস্ত লিবিয়া, মৃত বেড়ে ১১৩০০

বন্যার কবলে বিধ্বস্ত লিবিয়া। লিবিয়ার পূর্বঅঞ্চলে ড্যানিয়েল নামক ঝড়ের দাপটে একনিমেষে হাওয়া হয়ে গিয়েছে বেশিরভাগ বসতি।

শুক্রবার একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার উপকূলীয় শহর দারনায় ভয়াবহ বন্যার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে পৌঁছেছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে সুনামির মতো ব্যাপক বন্যার পরে নিখোঁজদের অনুসন্ধানেও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, আগে থেকে সতর্কতা জারি করলে হাজারো মানুষের প্রাণ বেঁচে যেত বলে দাবি জাতিসংঘের।

বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে এসেছে, ডুবে যাওয়া গাড়ি, ভাঙাচোরা বিল্ডিং, উপকূল এলাকায় বিধ্বস্ত ঘরের ছবি দেখা গিয়েছে। বন্যার জল সরে যাওয়ার পর দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। শহরের বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তার বহর দারনা শহরে প্রবেশে হিমশিম খাচ্ছে।বিশ্লেষকদের আশঙ্কা, বন্যার পর দেরনা শহর ভবিষ্যতের জন্য আর বাসযোগ্য থাকবে না। শহরটির অন্তত ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি, সুসে, দেরনা ও আল-মারজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পূর্বাঞ্চলের পাশাপাশি, পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।