আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

অস্কারের মঞ্চে চড় কাণ্ডে স্মিথকে চিঠি, কড়াপদক্ষেপের হুঁশিয়ারি

৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে হলিউড অভিনেতা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক-কমেডিয়ান ক্রিস রক। আর তাতেই ক্ষুব্ধ হয়ে স্মিথ সোজা অস্কারের মঞ্চে উঠে সকলের সামনে সপাটে চড় মারেন সঞ্চালক রককে। ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্বের বিনোদন দুনিয়া।

কিন্ত ক্ষমা চেয়েও নিস্তার নেই। এবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স -এর তরফে সাফ জানিয়ে দেওয়া হল, অস্কার অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা যা করেছেন, তার জন্য যথাযথ পদক্ষেপ করা হবে।

AMPAS প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডাউন হাডসন অস্কার কমিটির সদস্যের কাছে চিঠি পাঠিয়ে সাফ জানালেন যে, উইল স্মিথ যা করেছেন অত্যন্ত দুঃখজনক। এর জন্য যথাযথ পদক্ষেপ গ্করহণ করা হবে অভিনেতার বিরুদ্ধে। সেজন্য কয়েক সপ্তাহ সময় প্রয়োজন। বেশ কিছু অফিশিয়াল কাজের পরই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

যদিও ক্ষমা চেয়ে উইল স্মিথ বলেন, “আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি জানি ভুল করেছি। আমার কাজের জন্য আমি লজ্জিত। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। ক্ষমাহীন অপরাধ করেছি।”

তবে চড়-কাণ্ডে স্মিথের পক্ষে-বিপক্ষে অনেকেই মুখ খুলেছেন। জাডা পিঙ্কেটের মন্তব্য, ‘কারো অসুস্থতা নিয়ে মশকরা করা উচিত নয়।’ এদিকে ‘কিং রিচার্ড’ ছবির জন্য জীবনের প্রথম অস্কার পেয়েও কুখ্যাত হয়ে গেলেন উইল স্মিথ। তিনি যদিও ২৪ ঘণ্টার মধ্যেই কমেডিয়ান ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে তাতেও নিস্তার নেই স্মিথের।