রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত চিকিৎসকের নাম অনুপম সেন৷ পাশাপাশি ওই চিকিৎসকের ড্রাইভার রমেশ সাউ এবং বিজয়কুমার কয়ালকেও গ্রেফতার করা হয়েছে।
কিছুদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠানো হয়৷ আহমার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়৷ গৌরহরি মিশ্রের নামে চিঠিটি পাঠানো হয়েছিল শরৎ বোস রোডের একটি পোস্ট অফিস থেকে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই চিঠি পাঠানোর নেপথ্যে রয়েছেন এক চিকিৎসক৷
জানা গেছে, শরৎ বোস রোডের ওই পোস্ট অফিস থেকে একসঙ্গে সাতজনকে হুমকি চিঠি পাঠান ধৃত ওই চিকিৎসক৷ তার নির্দেশে তাঁর গাড়ির চালক টাইপিস্ট বিজয়কুমার কয়ালকে দিয়ে চিঠি লিখিয়ে পোস্ট করতেন৷ গত দু’ বছর ধরে ওই চিকিৎসক এই কাজ করে চলেছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷
ধৃত চিকিৎসককে প্রাথমিক জেরা করে পুলিশের অনুমান, মানসিক সমস্যা থেকেই এমন হুমকি চিঠি পাঠাতেন তিনি৷ যদিও শুধুই মানসিক সমস্যা, না এর পেছনে অন্য কোন অন্য কোনও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷