আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জে কথা বলতে চেয়ে চিঠি তালিবানের

সরকার হিসাবে স্বীকৃতি লাভ করতে আরও এক ধাপ এগোলো তালিবানরা। চলতি সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের বৈঠকে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করতে চায় তারা, এমনটাই জানানো হয়েছে তালিবানের তরফে। একইসঙ্গে রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসাবে তালিবানি মুখপাত্র সুহেল শাহিনের নামও সুপারিশ করা হয়েছে বলে খবর।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, তালিবানি বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবারই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তেনিও গাতেরাসকে অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছেন। আগামী সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে, তাতে অংশ নিতে চায় এবং নতুন আফগানিস্তান সরকারের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য তুলে ধরতে চায় তালিবান বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

অ্যান্তেনিও গাতেরাসের মুখপাত্র ফারহান হক মুত্তাকির চিঠি পাঠানোর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, তালিবানের তরফে রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের আসন নিয়ে নয় সদস্যের কমিটির কাছে ইতিমধ্যেই আবেদন পাঠানো হয়েছে। এই কমিটির সদস্য আমেরিকা, চিন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলি।

আগামী ২৫ সেপ্টেম্বর সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বার্ষিক সভা থাকলেও তা বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, সার্কের বৈঠকে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীকেও যুক্ত করার দাবি তুলেছিল পাকিস্তান। কিন্তু সার্কের বেশিরভাগ সদস্য দেশই পাকিস্তানের এই ‘আবদার’ মেটাতে রাজি নয়। আর সেই কারণেই বাতিল করা হয়েছে বৈঠক।