ব্রেকিং নিউজ স্বাস্থ্য

জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে আইব্রো ঘন করার উপায়

আমাদের চেহারার গঠনকে চিহ্নিত করতে এবং মুখের স্ট্রাকচারকে আরও ভালো ভাবে তুলে ধরতে আইব্রোর ভূমিকা অনেকটাই। আমাদের মুখের গঠনের সঙ্গে মিলিয়ে বিভিন্ন আকারের আইব্রো দেখা যায়। এই সময়ের ফ্যাশন ট্রেন্ড বলছে, ভ্রু-র আকার যেমনই হোক ঘন আইব্রোই চেহারায় এক ধরনের আকর্ষণীয় বৈশিষ্ট্য জুড়ে দেয়।

আমাদের দেশের প্রাচীন রূপচর্চার প্রসঙ্গ এলে অয়েল মাসাজের কথা বারে বারেই আসে, এক্ষেত্রেও নিয়মিত অয়েল মাসাজ আইব্রো ঘন করতে অনেকটাই কার্যকরী। অনেকেই বলেন এক্ষেত্রে নারকেল তেল ভালো কাজে দেয়, কেউ আবার অলিভ অয়েলের কথা বলেন। ঘরোয়া পদ্ধতিতে আইব্রো ঘন করার জন্য মাসাজ অয়েল বানিয়ে নিতে পারেন। দেখে নিন কি কি উপকরণ লাগবে এই মাসাজ অয়েল তৈরি করতে-

অলিভ অয়েল- ২ টেবিল চামচ

ক্যাস্টর অয়েল- ২ টেবিল চামচ

নারকেল তেল- ২ টেবিল চামচ

আমন্ড তেল- ২ টেবিল চামচ

প্রথমে একটা মিক্সিং বোলে সব ধরনের তেল সমপরিমাণে নিয়ে মেশাতে হবে। তেলের মিশ্রণ বানানো হয়ে গেলে মিশ্রণটিকে একটি কাচের জারে সংরক্ষণ করে রাখতে হবে।

প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল দিয়ে আইব্রো মাসাজ করে নিতে হবে। বেশ খানিকক্ষণ হালকা হাতে মাসাজ করে সারা রাতের জন্য ছেড়ে দিতে হবে। বেশ কয়েক সপ্তাহের মধ্যেই ফল পাওয়া যাবে।

রোজ এই তেলের মিশ্রণ বানাতে সমস্যা হলে আমরা একবারেও বানিয়ে নিতে পারি। সে ক্ষেত্রে সব ধরনের তেলের পরিমাণ সমপরিমাণে বাড়িয়ে নিয়ে মিশ্রণটি বানাতে হবে। তার পর মিশ্রণটিকে একটি কাচের জারে রেখে দিতে হবে। ফ্রিজার বা অন্য টেম্পারেচারের প্রয়োজন নেই। সাধারণ রুম টেম্পারেচারেই ১ মাস প্রিজার্ভ করে রাখা যাবে। ঘন আইব্রো এবং আইল্যাশের স্বপ্ন সত্যি হবে আপনার।