দেশ ব্রেকিং নিউজ

চিতাবাঘ মেরে উল্লাস গ্রামবাসীদের!‌

কেরলে হাতি হত্যা। হিমাচলে গরু হত্যা। এবার সেই তালিকায় যুক্ত হল অসম। সেখানে চিতাবাঘকে পিটিয়ে মেরে ফেলা হল। এমনকী চিতাবাঘকে শুধু পিটিয়ে মেরে ফেলা হল তা নয়, তার দেহ টুকরো টুকরো করে পৈশাচিক উল্লাসে মাতলেন গ্রামবাসীরা। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চিতাবাঘের মৃতদেহটি নিয়ে ট্রফির মতো করে ধরে উল্লাস করছেন তাঁরা।
এই ঘটনার খবর পায় স্থানীয় প্রশাসন। গুয়াহাটির ফাটাসিল রিজার্ভ ফরেস্ট হিলকস এলাকায় চিতাবাঘ ধরার জন্য বেআইনিভাবে ফাঁদ পেতেছিলেন স্থানীয়রা। সেই ফাঁদে চিতাবাঘটি পড়ে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তার পর এলাকার বাসিন্দারা উল্লাসে মেতে ওঠে। নৃশংসতার নজির গড়তে মৃত বাঘটিকে স্থানীয়রা টুকরো টুকরো করে কেটে ফেলেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। চিতাবাঘটির দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। গ্রামবাসীদের দাবি, এখানে চিতাবাঘ তাণ্ডব করত। বাড়ির গৃহপালিত পশু, পোল্ট্রি মুরগি রাখা দায় হয়ে উঠেছিল। প্রত্যেকদিন আতঙ্কে কাটাতে হচ্ছিল। তাই মারার পর রাগের বশে দেহ টুকরো টুকরো করা হয়। উপড়ে ফেলা হয় চিতাবাঘের দাঁত, নখ।