দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত প্রখ্যাত লোকসংগীত শিল্পী সারদা সিনহা, সঙ্গীত জগতে শোকের ছায়া

প্রয়াত সারদা সিনহা, বিহার ঘরাণার লোকসংগীতের গায়িকা। তিনি প্রসিদ্ধ ছিলেন বিহারের কোকিল নামে। পাঁচ যুগ ধরে চলতে থাকা অধ্যায় সমাপ্ত হয়ে গেল মঙ্গলবার। চলে গেলেন সারদা সিনহা। থেমে গেল বিহারের কোকিলের কুহুতান। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনিও।জটিল শারীরিক অবস্থায় দিল্লি এইমসে পদ্মভূষণ সারদা সিনহা বেশ কয়েকদিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বিহারের সংস্কৃতি ও লোকসংগীতে তাঁর অবদান থেকে যাবে যে প্রভাব ভারতীয় কৃষ্টিতে থেকে যাবে চিরকাল।

সালমান খানের প্রথম চলচ্চিত্র সাড়া ফেলেছিল মানুষের মধ্যে। ম্যায়নে পেয়ার কিয়ার অনবদ্য একটি গান ছিল ‘কাহে তো সে সজনা।’ তিন দশক আগের ম্যায়নে পেয়ার কিয়ার গান বা নব্বইয়ের দশকে সালমান খানের সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ এর আরেকটি গান বাবুল হয়ে উঠেছিল জনপ্রিয়। তারও বহু সময় আগের থেকে তিনি হিন্দি সিনেমায় গেয়েছেন বেশ কিছু স্মরণীয় গান।