মাটিয়া ধর্ষণ কাণ্ডের ধিক্কার জানিয়ে ও দোষীদের অবিলম্বে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে মাটিয়া থানা ঘেরাও করল বাম ছাত্র ও মহিলা সংগঠন। সোমবার বিকালে মাটিয়া হাই স্কুলের সামনে থেকে শতাধিক বাম নেতা, কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করে রাজ্য সড়ক ২ (টাকি রোড) হয়ে মাটিয়া থানায় এসে প্রথমে থানা ঘেরাও ও ভারপ্রাপ্ত আধিকারিককে মাটিয়া ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিতে ডেপুটেশন জমা দেয় এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।
এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য ও মহিলা নেত্রী কনিণীকা ঘোষ বসু। তারা জানান মাটিয়াতে যে ঘটনা ঘটেছে তারা তার বিরোধিতা করছেন এবং মাটিয়াতে যে ধর্ষণ হয়েছে তার দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যদিও এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট দু’নম্বর ব্লক সভাপতি মিহির ঘোষ। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয়। কিন্তু বামফ্রন্টের এই কার্যকলাপ মোটেই সমীচীন নয়। তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বাংলার বুকে থেকে সিপিএম কার্যত মুছেই গিয়েছে তাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই আজ সিপিএম এই কাজ করছে।”
প্রসঙ্গত, মাটিয়া তে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তারই মাসির প্রেমিক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনায় সরব হয় গ্রামের গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ