সন্দেশখালিতে মিনাক্ষী মুখোপাধ্যায়কে আটকাল পুলিশ৷ মাঝেরপাড়ায় ডিওয়াইএফআই নেত্রীর পথ আটকে দেয় রাজ্য পুলিশ। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তিতে তাঁকে গ্রামে ঢুকতে বাঁধা দেওয়া হয়৷ তাঁকে এলাকা ছেড়ে তাকে চলে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বাম যুবনেত্রী।
মিনাক্ষীর বক্তব্য, “সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে৷ আমি সেখানে একা যেতে পারি। মানুষের সঙ্গে কথা বলতে তো আর কোনও বাধা নেই। কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা পুলিশের সঙ্গেও কথা বলতে চাই। মানুষ তাঁদের জমি ফেরত চায়। তাঁরা পুলিশের শাস্তি চায়। পুলিশ সাধারণ মানুষের কথা শোনে না। আমরা সে বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতে এসেছি।”
অন্যদিকে, শনিবার সকাল থেকে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা কীভাবে গ্রামে ঢুকতে পারলেন প্রশ্ন বাম যুব নেত্রীর। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বেআইনি কাজ করছেন। আমার নামে কি কোনও অপরাধের মামলা রয়েছে? তাহলে কেন আমাকে যেতে দেবেন না?”