রাজ্য

বৈঠক সদর্থক, বিমানে সৌজন্য

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য–সহ বামফ্রন্ট নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। মমতার হাতে স্মারকলিপিও তুলে দেন তাঁরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সময়েই হয়েছে বৈঠক। এবারও বৈঠকে নতুন মাত্রা পেয়েছে, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা। আশির কাছাকাছি বিমানবাবুকে কার্যত অভিভাবকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বিমান দা, আপনি মাস্ক পরেননি কেন? বয়স হয়েছে আপনার। খুব সাবধানে থাকতে হবে আপনাকে।’‌ মমতার কথা শুনে এক গাল হাসি দেন বিমান বসু। মমতা তাতেও সন্তুষ্ট নন। বলেন, ‘‌আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন।’‌ রাজনীতিতে কনিষ্ঠ মমতাকে একটু আবেগপ্রবণ গলায় বিমানবাবু উত্তর দেন, ‘তুমিও অনেক ছোটাছুটি করছো। তোমাকেও সাবধানে থাকতে হবে।’
এরপর শুরু হয় আসল কথা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে চাল বিলি নিয়ে বামফ্রন্টের নেতৃত্বের কিছুটা বাকবিতণ্ডা হয়েছে। জাভেদ খান–সহ বিভিন্ন তৃণমূল নেতারা লকডাউন না মেনে লোক জড়ো করছে বলে অভিযোগ করেন বাম নেতারা‌। একাধিক ক্ষেত্রে মুখ্যসচিব রাজীব সিনহাকে নোট নিয়ে পদক্ষেপও নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রায় পৌনে দুই ঘণ্টা ওই বৈঠক হয়। তবে, যথেষ্ট করোনা টেস্ট হচ্ছে না বলে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ তুললে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, বামফ্রন্ট নেতৃত্ব এসেছিলেন। ওঁরা ওদের কথা বলেছেন। ভালো কথা হয়েছে। আমি সহযোগিতা করতে বলেছি। ওঁরাও সহযোগিতা করবেন বলেছেন। আর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, আমরা রণংদেহী হয়ে ওখানে যাইনি। শোকাহত হয়ে বেরিয়ে আসিনি। এই পরিবেশে যেমন আলোচনা হওয়ার কথা তেমনই হয়েছে।