জেলা ব্রেকিং নিউজ

বারাসাতে বাম প্রার্থী বদল: কেন সরানো হল প্রবীর ঘোষকে?

বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী বদলে ফেলল ফরওয়ার্ড ব্লক তথা বামফ্রন্ট। বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছিল প্রবীর ঘোষকে। তাকে সরিয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে বামেদের হয়ে লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের প্রার্থী হলেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়।

সম্প্রতি অভিযোগ উঠেছিল যে,কর্মজীবনে বাম প্রার্থী প্রবীর ঘোষ বিজেপি শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অতীতের একটি ছবিও দেখা যায়, যেখানে প্রবীর ঘোষ বিজেপির শিক্ষক সংগঠনের হয়ে স্মারকলিপি দিতে চলেছেন। অতঃপর ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব নড়েচড়ে বসে। বিকেলেই আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্টের পক্ষে একমত হয়ে প্রবীর ঘোষকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয়, বারাসাত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক দলের হয়ে লড়বেন সঞ্জীব চট্টোপাধ্যায়।