বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট। পাশে রয়েছে নির্বাচনী জোটসঙ্গী কংগ্রেস। আর এই সমাবেশে ১০ লাখ মানুষকে নিয়ে আসতে এখন প্রচারে ঝড় তুলেছে টুম্পাসোনা। আর তাতেই চোখ মজেছে নেটদুনিয়ায়। গানের কলি–তে পুরো রাজনৈতিক বার্তা দেওয়া আছে। যাতে তৃণমূল কংগ্রেস–বিজেপিকে একসারিতে বসিয়ে বিজেমূল বলা হচ্ছে।
এমনকী দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র–সহ অসংখ্য সিপিএম নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) ‘টুম্পাসোনা’র প্যারোডি গানটি শেয়ার করেছেন। সকাল থেকেই রাজ্যের বেশিরভাগ মানুষের হোয়াটসঅ্যাপে পৌঁছে গিয়েছে এই টুম্পাসোনা গান। যেখানে শোনা যাচ্ছে, গানের কথায়—‘ও টুম্পা সোনা, কী বলব মাইরি/ ওদের ভালোই সেটিং, মিসিং ডেলোর ডাইরি/অনেক ভেবে নিয়ে, শেষে বুঝলাম গিয়ে/পিসির টালির চালের মালই পদ্মের জালে…।’
আবার বামেদের ‘টুম্পাসোনা’য় রয়েছে, ‘টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব /টুম্পা/২৮শে তুলব আওয়াজ/টুম্পা/মোদী–দিদি সব ভোগে যাক টুম্পা…।’ এছাড়া আছে বহু কটাক্ষ। যেটা প্রচারের অঙ্গ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত ওয়েবসিরিজের ‘টুম্পাসোনা’ গানটি ইউটিউবের একটি চ্যানেলে প্রায় সাড়ে ন’কোটি ভিউ হয়েছে। জনপ্রিয় সেই গানের প্যারোডি সংস্করণই বামেদের ব্রিগেড সমাবেশের প্রচারে নেটদুনিয়ায় জাঁকিয়ে বসেছে।