রাজ্য লিড নিউজ

DA -র আন্দোলনে একসাথে বাম-বিজেপি-কংগ্রেস

বকেয়া DA -র দাবিতে মহানগরে মহামিছিল মিশিয়ে দিল বিরোধীদের। একসঙ্গে পা মেলাল বাম-বিজেপি-কংগ্রেস। একসুরে লাগাতার কর্মবিরতির ডাক শুভেন্দু-কৌস্তভের। হাজরায় ডিএ আন্দোলন মঞ্চে যোগ দেন সোনালি গুহ।

হাজরার মঞ্চ থেকে আক্রমণে একদা মমতার ছায়াসঙ্গী সোনালী। একসঙ্গে অভিষেককেও আক্রমণ। সোনালি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া হলে, এই সরকারের থাকার দরকার নেই। তখন বাম আমল। এখন শুধু বলব আমি দয়া করে সেই কথাটা মনে করে কেন্দ্রের হারে ডিএ দিয়ে দিন। না দিতে পারলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না।”

প্রসঙ্গত, ডিএ আন্দোলনের আঁচ শনিবার গিয়ে পৌঁছল মুখ্যমন্ত্রীর পাড়ায়। ডিএর- দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়েই মিছিল করেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুলিশ প্রশাসনের সঙ্গে দীর্ঘ লড়াই করে হাইকোর্ট থেকে ছিনিয়ে আনতে হয়েছে মিছিলের অনুমতি। যেন রাজ্যের বিরুদ্ধে শঙ্খনাদ।