দেশের সকল মানুষকে চমকে দিয়ে ২০১৬ সালে বিরাট বড় ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল নোট বাতিলের। এই সিদ্ধান্তের পর থেকে বারবার সমালোচিত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন একহাত নিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। পাশাপাশি খোঁচা দিলেন কংগ্রেসকেও।
ডেরেকের বক্তব্য, নোট বাতিলের সিদ্ধান্ত ছিল ভারতের সাধারণ মানুষের ওপর আর্থিক বিশৃঙ্খলা এবং বিপর্যয় নামিয়ে আনার। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছিলেন। একমাত্র তিনি সঠিক ছিলেন। সাংসদের এই মন্তব্য একদিকে যেমন বিজেপিকে কটাক্ষ করেছে ঠিক তেমনই কংগ্রেসকেও খোঁচা দিচ্ছে কারণ স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেই সময় কংগ্রেস এমন কিছু দৃঢ় প্রতিবাদ জানায়নি। এই প্রেক্ষিতে পাঁচ বছর আগের মমতার সেই টুইট তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।