দেশ ব্রেকিং নিউজ

আমেঠি ছেড়ে সোনিয়ার রায়বেরেলি থেকে প্রার্থী রাহুল, বিজেপির কটাক্ষ

শুক্রবার মনোনয়ন পেশের শেষ দিনে গান্ধী পরিবার ঘনিষ্ঠ কেএল শর্মা আমেঠি থেকে এবং রাহুল গান্ধী রায়বরেলি থেকে তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। ওয়ানাডে ভোট হয়ে যাওয়ার পরেও রাহুল গান্ধীর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় করা নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী মোদী এব্যাপারে রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি বলেন, ওয়ানাডে হেরে যাবেন বলেই এই পদক্ষেপ। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, মোদী মন্ত্রিসভার অনেক মন্ত্রীই রাহুল গান্ধীর সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

স্পষ্টই রাহুল গান্ধীর সামনে আমেঠিতে ফের লড়াইয়ের সুযোগ ছিল। কিন্তু রাহুল গান্ধী তা না করে মা সোনিয়ার জেতা আসন রায়বরেলিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে রাহুল গান্ধীকে ট্রোল করে বিরোধীরা রাশিয়ার দাবারু, গ্রান্ড মাস্টার গ্যারি কাসপারভ, ইত্যাদি বলে ব্যঙ্গ করতে ছাড়েনি।

যদিও কংগ্রেসের তরফে এব্যাপারে ব্যাখ্যা করে বলা হয়েছে, রায়বরেলি থেকে রাহুল গান্ধীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়েছে। এটি দলের কৌশলগত পরিকল্পনা। রায়বরেলি এলাকা শুধু উত্তরাধিকার হিসেবে নয়, দায়িত্ব পালন হিসেবেও তাৎপর্য বহন করে।