শুক্রবার আরব সাগরের তীরে দুপুরে জমে উঠল ‘খেলা’৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজ৷ টেনিস জগতে জগৎ জোড়া নাম, ভারতের গর্ব লিয়েন্ডার পেজকে তৃণমূলে নিয়ে এলেন মমতা। তৃণমূলে লিয়েন্ডারের যোগদান ভীষণ ভাবেই গুরুত্বপূর্ণ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন এই তারকা৷ সেখানে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন৷
লুইজিনহো ফালেরিও ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ এদিন তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন তিনি৷ একুশের বিধানসভা ভোটে জেতার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার গোটা দেশজুড়ে খেলা হবে।
ইতিমধ্যেই ত্রিপুরাতে শাখা বিস্তার করতে শুরু করেছে তৃণমূল৷ এবার লক্ষ্য গোয়া৷ ২০২২ সালে বিধানসভা ভোট হবে সৈকত রাজ্যে৷ গোয়াতে গিয়েও চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।