রাজ্য

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রীর স্ত্রী

কোয়ারেন্টাইন জোনে না থেকেও করোনায় আক্রান্ত হলেন তৃণমূল সরকারের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা আক্রান্ত। শনিবার নিজেই সেকথা জানালেন মন্ত্রী। মন্ত্রীর স্ত্রী স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সেক্রেটারি। এই খবর প্রকাশ্যে আসতেই মন্ত্রিসভায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
যদিও মন্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। গত ১০ জুলাই তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তাঁর স্ত্রী এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এই খবর চাউর হতেই আশঙ্কাও তৈরি হয়েছে। কারণ স্ত্রীর থেকে তিনি সংক্রমিত হয়েছেন কিনা তা কারও জানা নেই। আবার মন্ত্রীর সংস্পর্শে কারা এসে ছিলেন তাও এখনও অজানা।
জানা গিয়েছে, মন্ত্রীর দুই ছেলে ও বাবা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার তাঁরাও নমুনা পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। কার সংস্পর্শে বাড়িতে এই রোগ ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া এত নিয়ম মেনে চলা সত্ত্বেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মন্ত্রী খানিকটা আতঙ্কিতও বটে।