বাংলাদেশ

পদ্মাপারে একাধিক বিচারক করোনায় আক্রান্ত

এবার সারা দেশে নিম্ন আদালতের ১৩ জন বিচারক এবং ২৬ জন কর্মচারী এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন চারজন বিচারক। মঙ্গলবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মহম্মদ সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই খবর মিলেছে। রাতারাতি বিচারকদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মাপারে।
বিজ্ঞপ্তি সূত্রে খবর, নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির প্রথম করোনায় সংক্রমিত হন। মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমানও সংক্রমিত হন একইদিনে। তবে তাঁরা সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। ঢাকার সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিচারক ফিরদৌস আহমেদ। পাশাপাশি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এই বিচারককে প্লাজমা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত–৮ বিচারক বেগম শামীম আহমেদ। নিম্ন আদালতের আরও ৯ জন বিচারক করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন।
আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনা সংক্রান্ত বিষয়ে সর্বক্ষণ যোগাযোগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে নিম্ন আদালতের বিচারকদের করোনা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।