লোকসভা ভোটের আগে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন আইনজীবী কৌস্তভ বাগচী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ই-মেল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন কৌস্তভ। জানা গিয়েছে, গেরুয়া শিবিরে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি। যদিও কৌস্তভের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বরে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে কৌস্তভ এবং শুভেন্দুকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় কৌস্তভকে প্রশংসায় ভরিয়েছিলেন শুভেন্দু। তখন থেকেই কৌস্তভের দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। পরে দুর্গাপুজোর সময় ফের পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় কৌস্তভ বাগচীর সঙ্গে ফের দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এই আবহে কৌস্তভ এবার বিজেপিমুখো হন কি না, সেদিকেই নজর রয়েছে সবার।