লাভা ব্লেজ ২ এই মুহূর্তে বিভিন্ন জনপ্রিয় ফোনগুলির মধ্যে অন্যতম। এই ফোনগুলির মধ্যে রয়েছে উন্নতমানের ফিচার। এই ফোনটি ভারতীয় বাজারে অন্যান্য ফোনগুলিকে টক্কর দেবে বলেই জানা গিয়েছে। রেডমি, মটোরেলার-র মতই এটিও অত্যাধুনিক প্রযুক্তি সহ নির্মিত। প্রতিযোগিতামুলক বাজারে একের পর এক ফোন লঞ্চ করছে লাভা। এবার লাভা নিয়ে এল মাত্র ৮৯৯৯ টাকায় এই উন্নতমানের ফোন। এই ফোনটি লাভা, আমাজন থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল সাইটে পাওয়া যাবে। এছাড়াও অফলাইনে বিভিন্ন দোকান থেকে ক্রেতারা কিনতে পারবেন।
ফোনের ফিচারের কথা উঠতেই মানুষ এখন প্রথমে দেখে ব্যাটারি, ক্যামেরা। ৫০০০mAh ব্যাটারি আছে এই ফোনে,১৮ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার থাকছে। সেইসঙ্গে থাকছে ইউএসবি তাইপ সি চার্জিং পোর্ট। ডুয়াল ক্যামেরাও রয়েছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে ১৩ এমপি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে রয়েছে একটি ৮ এমপি ফ্রন্ট ফেসিং সেন্সর ক্যামেরা। ক্যামেরার গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে এইচডিআর, নাইট, পোর্ট্রেইট, প্যানোরমা, স্লো মোশন, টাইম-ল্যাপস।
যারা একটু গেম বা অন্যান্য ভারী কাজ করতে চান তাদের জন্যও সুখবর রয়েছে। এই ফোনে একটি Unisoc T616 প্রসেসর রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৬জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২। যা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৩ এ পরিবর্তন করা যাবে। যারা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করছেন কিন্তু সামর্থ অনুযায়ী ফোন পাচ্ছেন না, তাদের জন্য এই ফোনটি হতে চলেছে সেরা।