বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

দেশের সবচেয়ে সস্তা ৫জি ফোন আনল লাভা, জেনে নিন ফিচার্স

লঞ্চ হয়েছে দেশের সবথেকে সস্তা ৫জি ফোন। সেই সঙ্গে শুরু হয়ে গেল সবথেকে সস্তার ৫জি ফোনের প্রি বুকিং। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্ট থেকে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোনটি। আর এই ৫জি ফোনটি উদ্বোধন করেছিলেন দেশের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, লাভা কোম্পানির নতুন এই ৫জি ফোনের দাম ধার্য করা হয়েছে কমবেশি মাত্র ১০,০০০ টাকা। যদিও ভারতীয় এই সংস্থাটি ফোনের সঠিক দাম এখনও পর্যন্ত জানায়নি।

জানা গিয়েছে, লাভা ব্লেজ ৫জি-র ট্রিপল ব্যাক ক্যামেরা রয়েছে। যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৫০ MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে ৮ MP ক্যামেরা। এমনকী ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। এই ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ।

এছাড়াও এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে রয়েছে ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ। ব্যাটারি থাকছে ৫০০০ mAh। এই ফোনে ৬.৫১ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে পাবেন ৯০ Hz রিফ্রেশ রেট।

আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স -এর মতো ওটিটি প্ল্যাটফর্ম থেকে HD ভিডিয়ো স্ট্রিম করা যাবে এই ফোনে। এই চিপসেটে ৭ nm প্রসেসর ব্যবহার হয়েছে। এই প্রসেসরে সর্বোচ্চ ২.২ GHz ক্লক স্পিড পাওয়া যাবে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিকেশনের সুরক্ষার জন্য লাভা ব্লেজ ৫জি-তে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।