তামিলনাড়ুর কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনেরও। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন।
টুইট করে এ খবর জানিয়েছে বায়ুসেনা, “গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং আরও ১১ জন প্রয়াত হয়েছেন।”
টুইট করে সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে ওয়েলিংটন সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা গেল না। প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত।
প্রসঙ্গত, এর আগেও দুর্ঘটনায় পড়েছে বিপিন রাওয়াতের হেলিকপ্টার। কিন্তু সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের ডিমাপুরে ভেঙে পড়েছিল বিপিন রাওয়াতের চিতা হেলিকপ্টার। সেই সময় বিপিন রাওয়াত ছিলেন দেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে আসীন। ডিমাপুরের রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে বিপিন ও আরও দুই সেনা আধিকারিককে নিয়ে উড়েছিল ওই হেলিকপ্টার। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ইঞ্জিন। প্রায় ২০ ফুট উচ্চতা থেকে মাটিতে এসে পড়ে বিপিন রাওয়াতের চিতা হেলিকপ্টার। তবে কপ্টারে থাকা তিন জনেরই অতি সামান্য আঘাত লেগেছিল। সৌভাগ্যবশত, প্রাণে বেঁচে ফিরে ছিলেন তাঁরা।