বিনোদন লিড নিউজ

প্রয়াত কর্ণকুন্তী সংবাদের কর্ণ!

আবৃত্তি জগতে নক্ষত্র পতন! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ। শনিবার সকাল সাতটা ৩৫ মিনিট নাগাদ শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন শিল্পী। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবার সুত্রে জানা গিয়েছে,কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে। গলায় অস্ত্রপচার হয় তার। তারপর তিনি সুস্থই ছিলেন।

শনিবার ভোরে হঠাৎই কার্ডিয়াক আ্যরেস্ট হয় পার্থ ঘোষের। নিয়ে যাওয়া হয় আই সি ইউ তে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই প্রয়াত হন বাচিকশিল্পী। হাসপাতাল থেকে তাঁর মরদেহ দমদমের বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে এদিনই নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য,‘কর্ণ-কুন্তী সংবাদ’ এর কেউই আর রইলেন না। কুন্তী আগেই চিরবিদায় নিয়েছেন। এবার সেই পথেরই শরিক হলেন কর্ণও। ২০২১ এ প্রয়াত হন শিল্পী পার্থ ঘোষের স্ত্রী খ‍্যাতনামা বাচিকশিল্পী গৌরী ঘোষের। বহু বছর ধরে দম্পতির কণ্ঠের জাদু মন্ত্রমুগ্ধ করে রেখেছিল শ্রোতাদের।

আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন দুজনেই। পার্থ ঘোষের কণ্ঠে ‘দেবতার গ্রাস’, ‘বিদায়’, ‘শেষ বসন্ত’ বিশেষ জনপ্রিয় ছিল। স্বামী স্ত্রী একসঙ্গে ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’ এর মতো বেশ কিছু শ্রুতি নাটক করেছিলেন। তবে ‘কর্ণ-কুন্তী সংবাদ’ই তাঁদের জনপ্রিয়তার শীর্ষে তুলেছিল। পার্থ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করে ব্রততী বন্দ‍্যোপাধ‍্যায় লিখেছেন, ‘যুগাবসান।’