জেলা ব্রেকিং নিউজ

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫৭ বছর ধরে মাত্র ১ টাকা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন তিনি। দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন।

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় ‘এক টাকার চিকিৎসক’ হিসেবে জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখেন। MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছিলেন৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভনবাবু৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন তিনি৷

প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেন।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন৷ কারন এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ৷